‘পড়াশোনা হবে না, জোরাজুরি করো না’

(অনুসন্ধান২৪.কম) পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে দুই উইকেট নিয়ে আলোচনায় আসেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। এরপর, ওয়ানডে অভিষেকে ভারতের বিপক্ষে পাঁচ উইকেট
তুলে নিয়ে আগ্রহের কেন্দ্রবিন্দুতে আসেন তিনি। সাতক্ষীরার বাসিন্দা মুস্তাফিজের গল্প খুঁজতে গিয়ে বের হয়েছে অনেক মজার তথ্য, যেখানে পড়াশোনার ব্যাপারে একবারেই আগ্রহী ছিলেন না তিনি
জানা গেছে, সাতক্ষীরায় অনূর্ধ্ব-১৪ ক্রিকেটের বাছাই পর্বে মুস্তাফিজ সবার নজর কাড়েন। পড়াশুনায় তার অতটা মন ছিল না। স্কুল ফাঁকি দিয়ে ক্রিকেট খেলতে যেতেন
বাড়িতে বলে দিয়েছিলেন,‘লেখাপড়া আমার দ্বারা হবে না। তোমরা জোরাজুরি করো না।
এরপর থেকে ক্রিকেটই তার ধ্যানজ্ঞান

(সূত্রঃ প্রিয়.কম)

No comments: