শুরু হলো অনুসন্ধান ২য় আন্তঃ স্কুল প্রতিযোগিতা-২০১৫

গত বছর পুরস্কার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন জেলা প্রশাসক
প্রতিযোগিতার বিষয়সমূহ:
  • সাধারণ জ্ঞান
  • রচনা
  • সুন্দর হাতের লেখা
  • চিত্রাঙ্কণ
  • বির্তক
প্রতিযোগিতার সাধারণ নিয়মাবলী:
১. প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেককে অবশ্যই নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের হতে হবে । অর্থাৎ ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে অধ্যয়নরত প্রত্যেক শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
২. প্রতিযোগিতার মোট পাচঁটি বিভাগের মধ্যে প্রত্যেক শিক্ষার্থী সব্বোর্চ তিনটি বিভাগে অংশগ্রহণ করতে পারবে।
৩. প্রত্যেক স্কুলের ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত মোট পাচঁটি শ্রেণি আলাদাভাবে প্রতিটি বিভাগে অংশগ্রহণ করবে। অর্থাৎ ষষ্ঠ শ্রেণির একজন শিক্ষার্থী অন্য স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতা করবে। এইভাবে সপ্তম শ্রেণি - সপ্তম শ্রেণির সাথে, অষ্টম শ্রেণি - অষ্টম শ্রেণির সাথে, নবম শ্রেণি - নবম শ্রেণির সাথে ও দশম শ্রেণি - দশম শ্রেণির সাথে প্রতিযোগিতা করবে।৪. প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে প্রত্যেক শিক্ষার্থীকে প্রতিযোগিতার জন্য নির্ধারিত আবেদন পত্র
৫০ টাকা মূল্যে নিজ নিজ বিদ্যালয় থেকে সংগ্রহ করতে হবে।যদি কোন শিক্ষার্থী একাধিক বিষয়ে অংশগ্রহণ করতে চায় তবে তাকে একাধিক আবদেন পত্র সংগ্রহ করতে হবে।
৫. আবেদনপত্রের প্রতিটি শূণ্যস্থান সঠিক ভাবে কালো কালি দিয়ে পূরণ করে পুনরায় স্কুলে দায়িত্বরত শিক্ষকের কাছে জমা দিতে হবে।
৬. আবেদনপত্রের মধ্যে মোবাইল নম্বরটি সঠিক দিতে হবে। কারণ- শিক্ষার্থীর যাবতীয় তথ্যাবলী এসএমএস (SMS) আকারে তার মোবাইলে প্রেরণ করা হবে।


প্রতিযোগিতার পুরস্কার সমূহ:
১. প্রত্যেক বিভাগের প্রথম তিনজনকে দেওয়া হবে একটি সনদপত্র ও একটি সম্মাননা সূচক ক্রেস্ট ও অন্যান্য পুরস্কার।
২. সেরা স্কুলকে দেওয়া হবে একটি সনদপত্র ও একটি সম্মাননা সূচক ক্রেস্ট ।


সাধারণ জ্ঞান প্রতিযোগিতার বিস্তারিত নিয়মাবলীঃ
১. ১ম রাউন্ডে প্রত্যেক শিক্ষার্থীকে একটি ছোট পরীক্ষা দিতে হবে।
২. ১ম রাউন্ডে পরীক্ষায় সব্বোর্চ নম্বর প্রাপ্ত প্রত্যেক স্কুলের প্রতিটি শ্রেণি থেকে ৫জন YES CARD পাবে। অর্থাৎ প্রত্যেক স্কুল থেকে মোট ২৫ জন শিক্ষার্থী YES CARD পাবে।
৩. YES CARD প্রাপ্ত প্রত্যেক স্কুলের সকল শিক্ষার্থীকে একসাথে একটি ৫০ নম্বরের পরীক্ষা দিতে হবে। সব্বোর্চ নম্বর প্রাপ্ত ১৫ জন শিক্ষার্থীকে সেরা নির্বাচিত করা হবে। (ষষ্ঠ শ্রেণি থেকে ৩জন, সপ্তম শ্রেণি থেকে ৩জন, অষ্টম শ্রেণি থেকে ৩জন, নবম শ্রেণি থেকে ৩জন ও দশম শ্রেণি থেকে ৩জন করে সেরা নির্বাচিত করা হবে।)

বিশেষ দ্রষ্টব্যঃ সাধারণ জ্ঞান প্রতিযোগিতার প্রশ্নপত্র শ্রেণি উপযোগী করা হবে। অর্থাৎ ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের পৃথক পৃথক প্রশ্নপত্র দেওয়া হবে। প্রশ্নপত্র তৈরী করা হবে বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ ও সমসাময়িক বিষয়াবলি থেকে।

রচনা প্রতিযোগিতার বিস্তারিত নিয়মাবলীঃ
১. রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল ১ম রাউন্ডে তোমার জীবনের লক্ষ্য শীর্ষক প্রবন্ধ রচনাটির উপর ২০ নম্বরের একটি পরীক্ষা দিতে হবে।
২. ১ম রাউন্ডে পরীক্ষায় সব্বোর্চ নম্বর প্রাপ্ত প্রত্যেক স্কুলের প্রতিটি শ্রেণি থেকে ৫জন YES CARD পাবে। অর্থাৎ প্রত্যেক স্কুল থেকে মোট ২৫ জন শিক্ষার্থী YES CARD পাবে।
৩. YES CARD প্রাপ্ত প্রত্যেক স্কুলের সকল শিক্ষার্থীকে ২য় রাউন্ডে দুর্নীতি ও বাংলাদেশ অথবা দেশ গঠনে ছাত্র সমাজের ভূমিকা শীর্ষক প্রবন্ধ রচনাটির উপর ২০ নম্বরের একটি পরীক্ষা দিতে হবে। সব্বোর্চ নম্বর প্রাপ্ত ১৫ জন শিক্ষার্থীকে সেরা নির্বাচিত করা হবে। (ষষ্ঠ শ্রেণি থেকে ৩জন, সপ্তম শ্রেণি থেকে ৩জন, অষ্টম শ্রেণি থেকে ৩জন, নবম শ্রেণি থেকে ৩জন ও দশম শ্রেণি থেকে ৩জন করে সেরা নির্বাচিত করা হবে।)

সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার বিস্তারিত নিয়মাবলীঃ
১. ১ম রাউন্ডে প্রত্যেক শিক্ষার্থীকে একটি ছোট পরীক্ষা দিতে হবে।
২. ১ম রাউন্ডে পরীক্ষায় সব্বোর্চ নম্বর প্রাপ্ত প্রত্যেক স্কুলের প্রতিটি শ্রেণি থেকে ৫জন YES CARD পাবে। অর্থাৎ প্রত্যেক স্কুল থেকে মোট ২৫ জন শিক্ষার্থী YES CARD পাবে।
৩. YES CARD প্রাপ্ত প্রত্যেক স্কুলের সকল শিক্ষার্থীকে একসাথে একটি ৫০ নম্বরের পরীক্ষা দিতে হবে। সব্বোর্চ নম্বর প্রাপ্ত ১৫ জন শিক্ষার্থীকে সেরা নির্বাচিত করা হবে। (ষষ্ঠ শ্রেণি থেকে ৩জন, সপ্তম শ্রেণি থেকে ৩জন, অষ্টম শ্রেণি থেকে ৩জন, নবম শ্রেণি থেকে ৩জন ও দশম শ্রেণি থেকে ৩জন করে সেরা নির্বাচিত করা হবে।)
পরীক্ষাটি হবে ২০ নম্বরের। উক্ত পরীক্ষায় ১০টি বাংলা বাক্য ও ১০টি ইংরেজী বাক্য লিখতে দেওয়া হবে।

চিত্রাঙ্কণ প্রতিযোগিতার বিস্তারিত নিয়মাবলীঃ
১. ১ম রাউন্ডে প্রত্যেক শিক্ষার্থীকে একটি ছোট পরীক্ষা দিতে হবে।
২. ১ম রাউন্ডে পরীক্ষায় সব্বোর্চ নম্বর প্রাপ্ত প্রত্যেক স্কুলের প্রতিটি শ্রেণি থেকে ৫জন YES CARD পাবে। অর্থাৎ প্রত্যেক স্কুল থেকে মোট ২৫ জন শিক্ষার্থী YES CARD পাবে।
৩. YES CARD প্রাপ্ত প্রত্যেক স্কুলের সকল শিক্ষার্থীকে একসাথে একটি ৫০ নম্বরের পরীক্ষা দিতে হবে। সব্বোর্চ নম্বর প্রাপ্ত ১৫ জন শিক্ষার্থীকে সেরা নির্বাচিত করা হবে। (ষষ্ঠ শ্রেণি থেকে ৩জন, সপ্তম শ্রেণি থেকে ৩জন, অষ্টম শ্রেণি থেকে ৩জন, নবম শ্রেণি থেকে ৩জন ও দশম শ্রেণি থেকে ৩জন করে সেরা নির্বাচিত করা হবে।)
পরীক্ষাটি হবে ২০ নম্বরের। উক্ত পরীক্ষায় ১টি চিত্র অংকন করতে হবে।

বির্তক প্রতিযোগিতার বিস্তারিত নিয়মাবলীঃ
১. ১ম রাউন্ডে প্রত্যেক শিক্ষার্থীকে একটি তিন মিনিটের ছোট পরীক্ষা দিতে হবে। ঐ তিন মিনিটের মধ্যে শিক্ষার্থীরা তাদের পছন্দমত বির্তকের প্রস্তাবনার পক্ষে বা বিপক্ষে বলতে পারবে। বির্তকের প্রস্তাবনা বিজ্ঞান কি মানুষের আর্শীবাদ না অভিশাপ।
২. সম্মানিত বিচারকগণ প্রত্যেক স্কুলের প্রতিটি শ্রেণি থেকে তিন জনকে YES CARD প্রদান করবে। যারা YES CARD পাবে তারা ২য় রাউন্ডে পৌঁছে যাবে।
৩. প্রতিটি শ্রেণি থেকে YES CARD প্রাপ্ত মোট ৩ জন শিক্ষার্থীকে নিয়ে ঐ স্কুলের নামে দল গঠন করা হবে। তারা পরবর্তীতে দলভুক্ত অন্য স্কুলের সাথে প্রতিযোগিতা করবে।


প্রতিযোগিতার আবেদনপত্র বিতরণ, পরীক্ষা ও অন্যান্য কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার তারিখঃ
পবের্র নাম                                                                শুরু                   শেষ
প্রতিযোগিতার আবেদনপত্র বিতরণ (১ম পর্ব):        ১১-০৪-২০১৫            ১৩-০৫-২০১৫
প্রতিযোগিতার আবেদনপত্র বিতরণ (২য় পর্ব):       ৩০-০৫-২০১৫           ১৭-০৫-২০১৫
প্রতিযোগিতার আবেদনপত্র বিতরণ (৩য় পর্ব):       ২২-০৭-২০১৫           ১৩-০৮-২০১৫
প্রতিযোগিতার আবেদনপত্র বিতরণ (৪র্থ পর্ব):       ১৬-০৮-২০১৫           ২০-০৮-২০১৫
প্রতিযোগিতার পরীক্ষাঃ (ষষ্ঠ, সপ্তম ও নবম শ্রেণি) ২০-১০-২০১৫           ২৭-১০-২০১৫
প্রতিযোগিতার পরীক্ষাঃ (অষ্টম ও দশম শ্রেণি)        ১৯-১২-২০১৫            ২৭-১২-২০১৫
ফলাফলঃ (ষষ্ঠ, সপ্তম ও নবম শ্রেণি)                                   ০৯-১১-২০১৫
ফলাফলঃ (অষ্টম ও দশম শ্রেণি)                                          ৩১-১২-২০১৫
পুরস্কার প্রদানঃ                                                       ০১-০১-২০১৬           ৩১-০১-২০১৬

প্রতিযোগিতার অংশগ্রহণকারী স্কুলসমূহ (সম্ভাব্য):
  • অলুকবালী এ এম সি উচ্চ বিদ্যালয়
  • আল ফারুক একাডেমী
  • আলীজান জে এম একাডেমী
  • ইউ এম সি আর্দশ বিদ্যালয়
  • এন কে এম হাই স্কুল এন্ড হোমস
  • কলাগাছিয়া আর এফ উচ্চ বিদ্যালয়
  • কলাগাছিয়া উচ্চ বিদ্যালয়
  • কলাপাহাড়িয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়
  • কাঠাঁলিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়
  • গোপালদী বালিকা উচ্চ বিদ্যালয়
  • ঘোড়াদিয়া উচ্চ বিদ্যালয়
  • চরদিঘলদী ইউনিয়ন জুনিয়র উচ্চ বিদ্যালয়
  • নওপাড়া আর্দশ বালিকা উচ্চ বিদ্যালয়
  • নূরালাপুর উচ্চ বিদ্যালয়
  • নরসিংদী মডেল স্কুল
  • নরসিংদী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়
  • নরসিংদী আইডিয়াল হাই স্কুল
  • নরসিংদী সানবীম স্কুল
  • নরসিংদী উচ্চ বালিকা বিদ্যানিকেতন
  • নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়
  • পুরিন্দা কে এম সাদেকুর রহমান উচ্চ বিদ্যালয়
  • পাচদোনা স্যার কে জি গুপ্ত উচ্চ বিদ্যালয়
  • পাচঁরূখী হাজ্বী সাহেব আলী ফকির উচ্চ বিদ্যালয়
  • পাচঁগাও এম এল উচ্চ বিদ্যালয় বাগহাটা নূর আফতাব আর্দশ বিদ্যাপীঠ
  • বালুসাইর উচ্চ বিদ্যালয়
  • বালাপুর নবীণ চন্দ্র উচ্চ বিদ্যালয়
  • বিয়াম জিলা স্কুল
  • বোনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়
  • ব্রাহ্মদী কে কে এম সরকারী উচ্চ বিদ্যালয়
  • বাদুয়ার চর কাজী আব্দুর হাশেম উচ্চ বিদ্যালয়
  • ভগিরথপুর হাজ্বী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়
  • ভাটপাড়া এন সি গুপ্ত উচ্চ বিদ্যালয়
  • মাধবদী এস পি ইনস্টিটিউশন
  • মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজ
  • মাধবদী ডিজিটাল স্কুল এন্ড কলেজ
  • মাধবদী আইডিয়াল স্কুল
  • মীর ইমদাদ উচ্চ বিদ্যালয়
  • রাজাদী চিনিশপুর উচ্চ বিদ্যালয়
  • শহীদ বুদ্ধিজীবী প্রফেসর গিয়াসউদ্দিন আহমেদ গার্লস স্কুল
  • শীলমান্দি তাহেরা আসমাত উচ্চ বিদ্যালয়
  • শাহীন স্কুল
  • সাটির পাড়া কে কে উচ্চ বিদ্যালয়
  • সাটির পাড়া গার্লস স্কুল
  • সাফুরা খাতুন জুনিয়র গার্লস হাই স্কুল
  • হাজ্বীপুর নাসির উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়
  • হাজ্বী মোসলেম উদ্দিন মোল্লা উচ্চ বিদ্যালয়
  • হাজ্বী আসাদুজ্জামান রসূলপুর মাতাইন উচ্চ বিদ্যালয়

যে কোন জিজ্ঞাসা বা পরামর্শের জন্য যোগাযোগের ঠিকানা:
ত্রৈমাসিক অনুসন্ধান, হোল্ডিং নং-42, ছোট গদাইচর, মাধবদী, নরসিংদী ।
মোবাইল: 01791-166123, ই-মেইল: info.onusondhan@gmail.com
ওয়েবসাইট: onusondhan24.blogspot.com
ফেইসবুক অফিসিয়াল পেইজ: www.fb.com/monthlyonusondhan

বিশেষ দ্রষ্টব্যঃ কোন কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ প্রতিযোগিতার এ নিয়মাবলী পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জন করতে পারবে।

No comments: