থাকছে না ব্যাটিং পাওয়ার প্লে: ওয়ানডেতে নতুন নিয়ম


(মাধবদী-টাইমস24.কম) ওয়ানডে ক্রিকেটে নিয়মে পরিবর্তন করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শুক্রবার আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন এমনই ঘোষণা দিলেন। বারবাডোজে অনুষ্ঠিত আইসিসির বার্ষিক কনফারেন্সে এ ঘোষণা দেন রিচার্ডসন।

নতুন নিয়মে ব্যাটিং পাওয়ার প্লে থাকছে না।
সব ধরনের নো বলে ফ্রি হিটের সুবিধা পাবেন ব্যাটসম্যানেরা। এছাড়া প্রথম ১০ ওভারের পর বোলারদের জন্য বাড়তি সুবিধা হিসেবে থাকছে সার্কেলের বাইরে সর্বোচ্চ পাঁচজন ফিল্ডার রাখার নিয়ম।

ডেভ রিচার্ডসন বলেন, একটি সফল বিশ্বকাপ আয়োজন শে‌‌‌ষে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি যে ক্রিকেটের জনপ্রিয় এই ফরম্যাটে বড় ধরণের পরিবর্তনের কোনও প্রয়োজন নেই। তবেন ব্যাটিং ও বোলিংয়ে ব্যালেন্স আনতে নিয়মে কিছু পরিবর্তন আনা হয়েছে।


আগামী ৫ জুলাইয়ের পর নতুন নিয়ম কার্যকর হবে বলে জানান তিনি। সূত্র: ক্রিকবাজ।

No comments: