সাতে যাবার হাতছানি মাশরাফিদের



(অনুসন্ধান২৪.কম) ৮৮ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন আছে ্যাঙ্কিংয়ের আটে। সমান পয়েন্ট নিয়েও ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থেকে সাতে আছে ওয়েস্ট ইন্ডিজ। আর ৮৭ পয়েন্ট নিয়ে নয় নম্বরে পাকিস্তান
বৃহস্পতিবার শুরু হতে যাওয়া ওয়ানডে
সিরিজে - ব্যবধানে জিতলে বাংলাদেশের পয়েন্ট হবে ৯৬। ৯৫ পয়েন্ট নিয়ে আপাতত ছয়ে আছে ইংল্যান্ড
- ব্যবধানে সিরিজ জিতলে বাংলাদেশের পয়েন্ট হবে ৯৩। তবে এই ফলটা উল্টো হলেও ্যাঙ্কিংয়ে উন্নতি হবে বাংলাদেশের। অর্থাৎ, বাংলাদেশ - ব্যবধানে সিরিজ হারলেও ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে থেকে উঠে যাবে সাত নম্বরে
তবে - ব্যবধানে হারলে ৮৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ নেমে যাবে পাকিস্তানের নিচে নয় নম্বরে
ইংল্যান্ড ওয়েলসে ২০১৭ সালের থেকে ১৯ জুনে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে স্বাগতিক ইংল্যান্ড ্যাঙ্কিংয়ের অন্য শীর্ষ সাত দল খেলবে। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ওয়ানডে ্যাঙ্কিংয়ে সেরা আটে থাকতে পারলে তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ মিলবে বাংলাদেশের।

No comments: