নরসিংদীতে ডাকাতের হামলায় পুলিশের দুই এসআই আহত

(মাধবদী-টাইমস24.কম) নরসিংদীর মনোহরদীতে ডাকাতের হামলায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। এসময় দুই ডাকাতকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার হেতেমদী এলাকায় এ ঘটনা ঘটেছে।
আহতরা হলেন, মনোহরদী থানার উপ-পরিদর্শক তানভীর আহমেদ (৩০) ও আশরাফুল হক (৩০)। তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় তানভীর আহমেদকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আটককৃতরা হলেন, ব্রাহ্মণবাড়ীয়া জেলার সরাইল উপজেলার ধোবাউড়া গ্রামের ইকবাল হোসেন (৩০) ও নরসিংদী সদর উপজেলার মাধবদীর শিবারকান্দি এলাকার সাইফুল ইসলাম (৩০)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত দেড়টা থেতে ৩টা পর্যন্ত ১০ থেকে ১৫ জনের একদল ডাকাত উপজেলার চালাকচর ইউনিয়নের দুই গ্রামের ডাকাতি করে নগদ টাকা ও মালামাল লুট করে।

খবর পেয়ে স্থানীয় লোকজন ও পুলিশ তাদের ধাওয়া করে। ডাকাত দল উপজেলার হেতেমদী এলাকার ইটাখোলা-কিশোরগঞ্জ সড়কে পৌঁছালে পুলিশ দুজনকে আটক করে। এসময় ডাকাতরা মনোহরদী থানার উপ-পরিদর্শক তানভীর আহমেদকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। দৌড়াতে গিয়ে আহত হয় অপর উপ-পরিদর্শক আশরাফুল হক (৩০)। 
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সূত্র:বিটি

No comments: