বিজ্ঞপ্তি

নরসিংদী জেলার অন্যতম ব্যস্ততম এলাকা মাধবদী। এখানে প্রতিনিয়ত মানুষের ঘুম ভাঙে হাজারো মিলের শব্দে। এই ব্যস্ততম এলাকার মানুষের সংবাদ বা বিনোদনের জন্য নিজস্ব তেমন কোন মাধ্যম বা সংবাদপত্র নেই। যদিও দুই একটি সংবাদপত্র রয়েছে, সেগুলো আবার সাপ্তাহিক বা পাক্ষিক। বর্তমান ডিজিটাল দুনিয়ায় কেউ নিশ্চয় আজকের খবর এক সপ্তাহ পর জানতে চাইবেন না। তাই আপনাদের জন্য অনলাইন ভিত্তিক নিউজ চ্যানেল মাধবদী টাইমস আগামী   পহেলা আগস্ট থেকে তার পদচলা শুরু করবে। সবাইকে আন্তরিক ভাবে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলে । চ্যানেলে প্রবেশের লিংক

আদর্শ ছেলে- কুসুমকুমারী দাশ

আমাদের দেশে হবে সেই ছেলে কবে
কথায় না বড় হয়ে কাজে বড় হবে ?
মুখে হাসি, বুকে বল তেজে ভরা মন
"মানুষ হইতে হবে" --- এই তার পণ,
বিপদ আসিলে কাছে হও আগুয়ান,
নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ ?
হাত, পা সবারই আছে মিছে কেন ভয়,
চেতনা রয়েছে যার সে কি পড়ে রয় ?
সে ছেলে কে চায় বল কথায়-কথায়,
আসে যার চোখে জল মাথা ঘুরে যায় |
সাদা প্রাণে হাসি মুখে কর এই পণ ---
"মানুষ হইতে হবে মানুষ যখন" |
কৃষকের শিশু কিংবা রাজার কুমার
সবারি রয়েছে কাজ এ বিশ্ব মাঝার,
হাতে প্রাণে খাট সবে শক্তি কর দান
তোমরা মানুষ হলে দেশের কল্যাণ

বাংলা সিনেমায় দীপিকা!


(মাধবদী-টাইমস24.কম) বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন পিকুতে বাঙালি চরিত্রে অভিনয় করে একেবারে বলিউড মাত করে দিয়েছেন। আর এরই জের ধরে বাংলা সিনেমার নির্মাতারা এখন এই অভিনেত্রীর দিকে তাকিয়ে রয়েছেন।